মোঃ আমিনুর রহমান (কুড়িগ্রাম, রাজিবপুর) - কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার, কোদালকাটি ইউনিয়নে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।জানা যা অত্র ইউনিয়নের আনন্দ বাজারের দক্ষিণ পার্শে শংকরমাধবপুর বিল পাড়া নামক গ্রামে, গত রাত ১১ ঘটিকার সময়, গোয়াল ঘরে গরুর মশা তারানোর জন্য ব্যবহৃত কয়েলের আগুন থেকে অগ্নি কান্ডের সুত্রপাত হয়। এতে ৫ টি বাড়ি পুড়ে একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা ধান চাল গম সহ অন্যান্য ফসলাদি,ব্যবহৃত আসবাবপত্র, শুধু পরনের কাপড় ছাড়া সকল কাপড় চোপড় পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও রাশেদের ১০ টি ছাগল, কাবেলের ২ গরু,মিজানুরের ৫ টি ছাগল ও ২ টি গরু, লালনের ১ টি গরু আগুনে পুড়ে সাথেই মারা গেছে এবং আরও বেশ কয়েকটি গরু ছাগল মৃত্যুর সাথে পাঞ্চা লরছে।অনেক হাস মুরগী পুরে ছাই হয়েছে। প্রায় ১৬/১৭ টি ঘর পুড়ে ছাই হয়েছে। প্রাথমিক ভাব ধারণা করা হচ্ছে প্রায় ৬০/৭০ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে ।
ভুক্তভোগী পরিবার গুলো নিমিষেই আগুনের ভয়ালো থাবায় নিঃস্ব হয়ে গিয়েছে। পুর্বে যেখানে ছিলো সাজানো গোচানো কতগুলো পরিবার সেখানে মুহুর্তেই আগুনে পুড়ে ধ্বংসস্তুপে পরিনত হয় পরিবার গুলো।পরিবার গুলোর জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত