নিউজ ডেস্কঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পারিবারিক কলহের জেরে হৃদয় মিয়া (২২) নামের এক যুবক বিষপানে আত্মহ*ত্যা করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় মিয়া উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুল মতিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত জুন মাসে হৃদয়ের বিয়ে হয় দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের নজরুল ইসলামের মেয়ে নাজমা খাতুনের সঙ্গে। তবে বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। হৃদয় নেশাগ্রস্ত বলে অভিযোগ তুলে সম্প্রতি স্ত্রী নাজমা তাকে ডি*ভোর্স দেন।
শনিবার বিকেলে হৃদয় স্ত্রীর নানা বাড়ি হরিণধরা গ্রামে গিয়ে বি*ষপান করেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ফুটবল খেলছিলেন। তারা ঘটনাটি দেখে দ্রুত তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা পাকস্থলী ওয়াশ করলেও শেষ পর্যন্ত হৃদয়কে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনার পর এখনো নিহতের পরিবার কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত