চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু – দৈনিক নতুন কলম

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: September 29, 2025

মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মিলন হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত হাজতি মিলন হোসেন দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেন মালিতার ছেলে।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর দামুড়হুদা মডেল থানার একটি মারামারি মামলায় চুয়াডাঙ্গা কোর্টে হাজিরা দিতে গেলে বিচারক মিলন হোসেন কে জেল হাজতে প্রেরণ করেন।

যার মামলা (নম্বর-৪, তারিখ ২৮/০৮/২৫ ইং) দায়ের হওয়ার পর থেকে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন।

গতকাল রবিবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন মিলন হোসেন। এসময় জেল কর্তৃপক্ষ দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার পর তাঁর মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার এসআই সাইফুল দৈনিক সময়ের সমীকরণকে জানান, ২৮ আগস্ট মারামারির ঘটনায় মিলন হোসেন সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়।

পরে ৪ ই সেপ্টেম্বর মিলন হোসেন আদালতে হাজিরা দিতে গেলে সেখান থেকে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ওয়াহিদ মাহমুদ রবিন দৈনিক সময়ের সমীকরণকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় এক মিলনের মৃত্যু হয়েছে৷

ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত বলা সম্ভব হবে। তবে, প্রথমিকভাব ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. ফখরউদ্দিন দৈনিক সময়ের সমীকরণকে বলেন, মিলন হোসেন গত ৪ ই সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন।

রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চুুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।