আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া বাজারে মজিদ এর টেইলার্স থেকে সাব্বির (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল সাতটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাব্বির নলছিটি উপজেলার কুলকাঠি গ্রামের বাড়াইকরন এলকার মজিদ হাওলাদার দর্জির ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, সাব্বিরের মা বাবা দুজনেই টেইলার্সে কাজ করে, রাতে তারা বাসায় ছিল, ছেলে সাব্বির দোকানে ছিল, সকালে তার মা লিপি বেগম দোকানে এসে কয়েকবার সাব্বিরের নাম ধরে ডাকাডাকি করে। কোন সাড়াশব্দ না পেয়ে শাটার খুলে ভিতরে ঢুকে সাব্বিরকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় লোকজন জড়ো হয় এবং পুলিশকে খবর দিলে পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত