বরিশালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭১তম মৃত্যু বার্ষিকী পালিত – দৈনিক নতুন কলম

বরিশালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭১তম মৃত্যু বার্ষিকী পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: October 23, 2025

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

২২ অক্টোবর ২০২৫ ইং রোজ বুধবার বরিশালের কবি জীবনানন্দ দাস সড়কের “জীবনানন্দ অঙ্গন মিলনায়তনে” বরিশাল কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘের আয়োজনে এবং কবিতাচক্র ঝালকাঠির অংশগ্রহণে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানের প্রায় অর্ধশত কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী ও সংগীত শিল্পীরা এ তে অংশগ্রহণ করেন।
কবির লেখা কবিতা আবৃত্তি, গান, আলোচনা, কবি’র জীবনী পর্যালোচনার মধ্য দিয়ে কবিকে স্মরণ করা হয়। প্রগতি লেখক সংঘ বরিশালের সভাপতি অধ্যাপক হাসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী। বক্তব্য রাখেন কবিতাচক্র ঝালকাঠির সভাপতি কবি মু আল আমীন বাকলাই, শিশু সাহিত্যিক তপঙ্কর চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্টার বাহাউদ্দীন গোলাপ, বানরীপাড়ার কবি মোয়াজ্জেম হোসেন মানিক, ছড়াকার অ্যাডভোকেট সুবাস দাস, সাংবাদিক শোভন কর্মকার কৃষ্ণ, অধ্যাপক পীযূষ গঙ্গোপাধ্যায় প্রমুখ।
আবৃত্তি করেন অধ্যাপক টুনু কর্মকার, কবি বিজন বেপারী, কাজী সেলিনা, আমিনুর রহমান খোকন, নজরুল হক নিলু, কবি জামাল আজাদ, অনিতা পান্ডে।
অনুষ্ঠানে কবির লেখা গান পরিবেশন করেন ঝালকাঠি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিমল চক্রবর্তী।
এই অনুষ্ঠান থেকে ঝালকাঠিতে ধানসিঁড়ি নদীর তীরে জীবনানন্দ সংগ্রহশালা ও পাঠাগারটি সাংস্কৃতিক কর্মীদের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়। বরিশালে কবির ভিটায় নির্মিত সংগ্রহশালা ও পাঠাগারটি যথাযথভাবে সংরক্ষণ না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। কবিতা ছাড়া ও কবির লেখা গান, উপন্যাস, ছোট গল্প প্রভৃতি নিয়ে ব্যাপক গবেষণার আহ্বান জানানো হয়। কবির লেখা গান রেডিও বাংলাদেশ ও বাংলাদেশ টেলিভিশনে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। কবিতাচক্রের সাধারণ সম্পাদক মু আল আমীন বাকলাই কবিতাচক্রের সদস্যদের নিয়ে কবির প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন। প্রগতি লেখক সংঘ ও বরিশাল কবিতা পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়, কবি’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়। কবির আগামী জন্মদিবস ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে উদযাপনের জন্য কবিতাচক্র ঝালকাঠির পক্ষ থেকে সভায় আহ্বান জানান ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপূর্ব গৌতম।