
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুর সাংবাদিক ক্লাবের উদ্যোগে শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ বিকেলে ক্লাবের হলরুমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নাসিম উদ্দিন আকনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি নেতারা, সাংবাদিক সমাজ ও শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা ফিরোজ আকন, যিনি মরহুম নাসিম উদ্দিন আকনের বড় ভাই। সভাপতিত্ব করেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আঃ রহিম রেজা এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি আলমগীর শরীফ।
এ সময় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক ইয়াসিন খান, শহিদুল ইসলাম মাসুদ, সাইফুল ইসলাম রাব্বি, নবীন মাহসুদ, রনি সিকদার, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান, শ্রমিকদলের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, মোঃ মুক্তা, ফোরকান খলিফাসহ আরও অনেকে। বক্তারা নাসিম উদ্দিন আকনের রাজনৈতিক জীবনের স্মৃতি তুলে ধরে বলেন, তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ নেতা, যিনি রাজাপুরের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলেন।
প্রধান অতিথি ফিরোজ আকন আবেগাপ্লুত হয়ে বলেন, “নাসিম উদ্দিন আকন শুধু আমার ছোট ভাই ছিলেন না—তিনি ছিলেন আমার গর্ব, আমার অনুপ্রেরণা। রাজাপুর বিএনপির প্রাণভোমরা ছিল সে। তাঁর মতো নিবেদিত, সাহসী ও সৎ নেতার মৃত্যুতে আমরা একজন সত্যিকারের জননেতাকে হারিয়েছি। তিনি যে ভালোবাসা, যে বন্ধন ও যে কর্মের দৃষ্টান্ত রেখে গেছেন আমি সেই সবকিছু আগলে রাখবো। তাঁর রেখে যাওয়া আদর্শ ও দায়িত্ব আমি পালন করবো ইনশাআল্লাহ। রাজাপুরের মানুষের জন্য, বিএনপির নেতাকর্মীদের জন্য, আমি সব সময় পাশে থাকবো এবং যে কোনো বিষয়ে নিজেকে নিবেদিত রাখবো।
সভাপতির বক্তব্যে রহিম রেজা বলেন, নাসিম উদ্দিন আকন ছিলেন শুধু রাজনীতিক নন, তিনি ছিলেন মানবতার প্রতীক। সমাজ ও সংগঠনের প্রতি তাঁর অবদান রাজাপুরের ইতিহাসে অম্লান হয়ে থাকবে। আমরা তাঁর আদর্শকে ধরে রাখবো, তাঁর নাম যেন ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা হয়—এই আমাদের অঙ্গীকার।
পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাগড়ি সিকদারবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা রহমতুল্লাহ।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের পরিবারের সদস্য, বিএনপি নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।