রৌমারীতে অভিনব ছিনতাই কাণ্ড: গোবর লাগিয়ে টাকা উধাও! – দৈনিক নতুন কলম

রৌমারীতে অভিনব ছিনতাই কাণ্ড: গোবর লাগিয়ে টাকা উধাও!

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: May 5, 2025
সংগৃহীত

স্থানীয় প্রতিনিধি, রৌমারী:
কুড়িগ্রামের রৌমারীতে অভিনব কৌশলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) বিকেল ৪টার দিকে রৌমারী ইসলামী ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলনের পর এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন।

ভুক্তভোগী আমির আলী, যাদুর চর ইউনিয়নের কোমরভাঙ্গী গ্রামের বাসিন্দা, ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পরপরই এক মধ্যবয়স্ক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তার পরনের পাঞ্জাবিতে কৌশলে গোবর জাতীয় কিছু মাখিয়ে দেয়।

পরে ঐ ব্যক্তি আমির আলীকে জানান, তার পাঞ্জাবিতে গোবর লেগেছে এবং পরিষ্কারের জন্য তাকে রৌমারী বাজারের সিয়াম কাউন্টারের পেছনে একটি টিউবওয়েলে নিয়ে যান। সেখানেই পরিষ্কার করার ছলনায় তার সাথে থাকা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় প্রতারক।

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।