
কুড়িগ্রাম জেলাররৌমারী উপজেলার থানার মোড় এলাকায় অবস্থিত বয়েজ উদ্দিন এলপিজি স্টেশনের রিজার্ভ ট্যাংকে লিক হয়ে ব্যাপক গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। এতে করে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। দুর্ঘটনা এড়াতে ঐ এলাকার সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এ ঘটনায় রৌমারী ফায়ার সার্ভিস সাব-স্টেশনের সদস্য জনাব মোঃ ইউনুছ আলী গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। নিরাপত্তার স্বার্থে প্রায় দুই কিলোমিটার এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পাশাপাশি এলাকাবাসীকে আগুন জ্বালানো, সিগারেট ধরানোসহ যেকোনো অগ্নিসংযোগ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উদ্বোধন হওয়া বয়েজ উদ্দিন এলপিজি স্টেশনে উদ্বোধনের পর থেকেই কিছু প্রযুক্তিগত ত্রুটি লক্ষ্য করা যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সেই ত্রুটির কারণেই রিজার্ভ ট্যাংকে লিকেজের সৃষ্টি হয়েছে।
স্টেশনটির মালিক জনাব মোঃ শহিদুল ইসলাম শালু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ রৌমারী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি। তাঁর পিতা মৃত বয়েজ উদ্দিনের নামানুসারে স্টেশনটির নামকরণ করা হয়েছে।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে শান্ত ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা লিকেজ মেরামত ও গ্যাস নির্গমন রোধে কাজ করে যাচ্ছেন।