রৌমারীতে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ জামায়াতে ইসলামী – দৈনিক নতুন কলম

রৌমারীতে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ জামায়াতে ইসলামী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: October 28, 2025

নতুন কলম নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের সীমান্ত উপজেলা রৌমারীতে ২০০৬ সালের ২৮ অক্টোবরের রাজনৈতিক সহিংসতায় নিহত শহীদদের স্মরণে ও হত্যাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। রৌমারী শহরজুড়ে শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি, পোস্টার ও ব্যানারে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।9ৱ

🎙️ “২৮ অক্টোবর জাতির জন্য এক কলঙ্কময় অধ্যায়” — মোস্তাফিজুর রহমান মোস্তাক

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক।

তিনি বলেন,

> “২৮ অক্টোবর কেবল জামায়াতের নয়, গোটা বাংলাদেশের জন্য কলঙ্কের দিন। নিরস্ত্র মানুষের ওপর যারা হামলা চালিয়েছিল, তারা মানবতার শত্রু। আমরা শহীদদের রক্তের ঋণ ভুলিনি—ন্যায়বিচার হবেই ইনশাআল্লাহ।”

 

🕌 “এই দিনটি শোক নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিজ্ঞার দিন” — অধ্যাপক হায়দার আলী

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক হায়দার আলী ও উপজেলা সেক্রেটারি মোঃ শাহাদাত হোসেন।
তাঁরা বলেন,

> “শহীদদের ত্যাগ আমাদের সংগ্রামী চেতনাকে জাগ্রত করে। আজ আমরা অন্যায়ের বিরুদ্ধে নতুনভাবে সংগঠিত হওয়ার শপথ নিচ্ছি।”

 

🙏 দোয়া ও আবেগঘন পরিবেশ

সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় সমবেত নেতাকর্মীদের অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। পুরো মাঠ জুড়ে স্লোগান ও তাকবিরে মুখর হয়ে ওঠে পরিবেশ।

📊 বিশ্লেষণ: রৌমারীতে জামায়াতের নতুন অধ্যায়

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর এমন শান্তিপূর্ণ ও ব্যাপক কর্মসূচি আয়োজনের মাধ্যমে জামায়াতে ইসলামী রৌমারীতে তাদের সাংগঠনিক সক্ষমতা ও জনপ্রিয়তার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনেকে একে “রৌমারীতে জামায়াতের পুনর্জাগরণ” হিসেবেও দেখছেন।