রৌমারীতে পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু – দৈনিক নতুন কলম

রৌমারীতে পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: October 4, 2025

নতুন কলম নিউজ ডেস্কঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে মাহিম (৬) নামের এক শিশু নিখোঁজ হওয়ার পর মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পালের চর মনো খাঁ বাড়ির পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের একটি খালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খালের ধারে খেলা করার সময় অসাবধানতাবশত দুই শিশু পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে মরিয়ম নামে এক শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আরেক শিশু মাহিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজ মাহিম উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামের প্রবাসী জাইদুল ইসলাম ও আফরোজা খাতুন দম্পতির একমাত্র ছেলে। সে মায়ের সঙ্গে নানাবাড়ি পালের চরে বেড়াতে এসেছিল। মাহিমের নানা মো. মাইন উদ্দিন ওই এলাকার বাসিন্দা।

খবর পেয়ে রৌমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে রৌমারীতে ডুবুরি দল না থাকায় প্রাথমিকভাবে শিশুটিকে উদ্ধার সম্ভব হয়নি। পরে জামালপুর থেকে বিশেষ ডুবুরি দল আনা হয় এবং তাদের সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর মাহিমের মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির মরদেহ দাদার বাড়ি চর বোয়ালমারীতে দাফন করার কথা রয়েছে।

এদিকে শিশুর মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, নদী ও খালের পাড়ে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিবার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।