রৌমারীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ শুভ নববর্ষ উদযাপন – দৈনিক নতুন কলম

রৌমারীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ শুভ নববর্ষ উদযাপন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 15, 2025

সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা বৈশাখী মেলা সংস্কৃতি অনুষ্ঠান ও গ্রাম বাংলার বিভিন্ন খেলাধুলা। উৎসব উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন : রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও,রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা শামসুদ্দিন, উপজেলা বিএনপি’ র আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু,রৌমারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম লেবু,রৌমারী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আক্তারুজ্জামান আক্তার,,মিডিয়া কর্মীসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা, এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বৈশাখী মেলা উদযাপন করা হচ্ছে।