রৌমারী সীমান্তে রোহিঙ্গা পুশ-ইনের অপচেষ্টা প্রতিহত: বিজিবি ও স্থানীয়দের তৎপরতা – দৈনিক নতুন কলম

রৌমারী সীমান্তে রোহিঙ্গা পুশ-ইনের অপচেষ্টা প্রতিহত: বিজিবি ও স্থানীয়দের তৎপরতা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: May 10, 2025
ডিউটিরত অবস্থায়

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মিয়ানমারের নাগরিক ও বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে জোরপূর্বক অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে ছোট ছোট দলে বিভক্ত করে এসব ব্যক্তিদের বাংলাদেশে পুশ-ইন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

এ পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবি, উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ এবং সাধারণ জনগণ একযোগে কাজ করছে। সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও টহল বাড়ানো হয়েছে। স্থানীয় সাংবাদিকরা গোয়েন্দা তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করছেন, আর সীমান্তবর্তী জনগণ বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।

উল্লেখ্য, গত ৭ ও ৮ মে রৌমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে ৩২ জনকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি
সহকারী পরিচালক
ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)