
শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে যুব জমাতের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈকারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামাত ইসলামী অফিসে এ সভার আয়োজন করা হয়।
সভায় যুব জমাতের বাইতুল মালের সম্পাদক ইয়াছিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড যুব জমাতের সভাপতি হাফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেক্রেটারি আমির হোসেন। এছাড়াও স্থানীয় যুব জমাতের নেতৃবৃন্দ ও কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তরুণ প্রজন্মকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, আদর্শ সমাজ গঠনে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
যুব জামাতের উদ্যোগে আলোচনা সভা