সাতক্ষীরা সদরে অংশীজনদের সাথে জলবায়ু অভিযোজন কর্মপন্থা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত – দৈনিক নতুন কলম

সাতক্ষীরা সদরে অংশীজনদের সাথে জলবায়ু অভিযোজন কর্মপন্থা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: August 26, 2025

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

উপকূলীয় সাতক্ষীরা জেলায় কমিউনিটির নেতৃত্বে জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন কর্মসূচীর আওতায় সদর উপজেলা অংশীজনদের সাথে জলবায়ু অভিযোজন কর্মপন্থা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় দাতা সংস্থা বিএমজেড ও ওয়েল্টহাঙ্গারহিলফি (ডব্লুএইচএইচ), জার্মানি’র অর্থায়ণে বেসরকারি উন্নয়ন সংস্থা ’আনন্দ’ এর আয়োজনে “অংশীজনদের সাথে জলবায়ু অভিযোজন কর্মপন্থা প্রণয়ন” বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিরাপদ পানি, স্যানিটেশন, কৃষি ও বর্জ্য অপসারণ, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (২৬ আগষ্ট ২০২৫) সকালে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ডিজিটাল কর্নারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের প্রয়োজন দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা ও পরিবেশবান্ধব জীবিকার বাস্তবায়ন।
আনন্দ সংস্থার এর প্রজেক্ট ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম এর সঞ্চালন বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম. আজিজুল হক, মহিলা বিষয়ের অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মশিউর রহমান, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন প্রমুখ।

এই আয়োজনে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ আনন্দ ও প্রেরণা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, উপকূলীয় জেলাসমূহের মধ্যে সাতক্ষীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এখানে টেকসই জীবনব্যবস্থার জন্য প্রয়োজন স্থানীয় বাস্তবতা অনুযায়ী পরিকল্পনা, কৃষির আধুনিকায়ন, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধি।