সাতক্ষীরা সদর বল্লী স্কুলে বিএনপি নেতা কর্তৃক শিক্ষক অপমান ও মারধরের প্রতিবাদে মানববন্ধন : – দৈনিক নতুন কলম

সাতক্ষীরা সদর বল্লী স্কুলে বিএনপি নেতা কর্তৃক শিক্ষক অপমান ও মারধরের প্রতিবাদে মানববন্ধন :

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: August 18, 2025

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলা বল্লী মোঃ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমানের উপর বিএনপি নেতাদের হামলার প্রতিবাদে স্কুলের ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা মিলে সোমবার (১৮ আগস্ট) বেলা ১২:৩০ মিনিটের দিকে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছে।

বল্লী মোঃ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম,আজহারুল ইসলাম (মুকুল) বলেন স্থানীয় বিএনপি নেতারা আমার প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানের শিক্ষক শফিকুলকে সন্ত্রাসী কায়দায় ছাত্রদের সামনে যেভাবে হামলা করেছে সেটা নজিরবিহীন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। স্যারের উপর হামলায় জড়িতদের গ্রেফতার করার জোর দাবী ছাত্র ছাত্রী ও শিক্ষকদের

অত্র প্রতিষ্ঠানের ৯ম শ্রেনীর শিক্ষার্থী মাদিনা সুলতানা বলেন, আমাদের শিক্ষকের নামে যে অভিযোগ আনা হয়েছে এটা সম্পুর্ন মিথ্যা বানোয়াট এবং স্থানীয় বিএনপি নেতা রবিউল ইসলাম, যুবদল নেতা শাহীন, রাশেদ রেজাসহ যারা আমাদের শিক্ষকের উপর হামলা করেছে তাদের বিচার চাই, তাদের অনতিবিলম্বে গ্রেফতার চাই।একই বক্তব্য দিয়েছেন, রশনি আক্তার (১০ম শ্রেণি), রোকসানা আক্তার (৯ম শ্রেণি), সাবিহা (৯ম শ্রেনি) সহ আরো অনেকে।

মানববন্ধনে আরো উপস্থিত থেকে প্রতিবাদি বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠান সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, ডঃ অলিয়ার রহমান,শিক্ষক সামছুর রহমান (স্বপন) প্রমুখ।

উল্লেখ :সাতক্ষীরা সদর উপজেলা বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক শফিকুলের বিরুদ্ধে মেয়ে ঘটিত অভিযোগ এনে স্কুল চলাকালীন মারধর করে স্থানীয় বিএনপি নেতারা স্কুল থেকে বের করে বল্লী ইউনিয়ন পরিষদে আটকিয়ে রাখে অতঃপর ছাত্র ছাত্রীরা অভিযোগ মিথ্যা বলে সবাই সম্মিলিত ভাবে জোট বেধে তাদের স্যার-কে ছাড়িয়ে আনতে সক্ষম হোন।