নিউজ ডেস্ক রৌমারী কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে যাদুরচর ডিগ্রী কলেজে সীরাত কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির, রৌমারী থানা শাখা। সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক মোঃ আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সভাপতি মোঃ আব্দুল আলিম। এছাড়াও কলেজ শাখার বিভিন্ন দায়িত্বশীল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শুরুর আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার উপর সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করা হয়। আলোচকরা বলেন, নবীজীর সীরাত আমাদের জীবনের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় দিকনির্দেশনা। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে নৈতিক সমাজ গঠন সম্ভব।
পরে সীরাত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত