৫ই আগষ্টের আগে যারা এই জাতির উপর জুলুম করেছে বা সমর্থন করেছে তারা আজ নিজেদেরকে সুশীল ভাবছে, নিজেদেরকে অন্যায়ের বিরুদ্ধে তারা নাকি সোচ্চার (!) হাস্যকর। তবে এটা পজেটিভ তারা কাঠের চশমাটা আপাদত খুলতে পেরেছে। অবশ্য না খুলে উপায়ও নাই।মাঠ পর্যায়ে উপার্জন বন্ধ।পতিত ফ্যাসিস্টের একটি জগন্য গুন আছে ভাই! তারা যখন ক্ষমতায় থাকে তখন ক্ষমতার জোরে জুলুম করে আবার যখন ক্ষমতার বাহিরে তখন চুরি,ডাকাতি, ধর্ষণ, রাহাজানি ইত্যাদি নানা কৌশলে জুলুম করে।আজকে জয় বাংলা বলার কারনে পুলিশ এক বালককে গ্রেফতার করে।যদিও এটা সুশীলদের কথা। তার অপরাধ হয়তো অন্যকিছু। সুশীলদের আহা আহা শুরু হয়ে গেছে।তাকে নাকি এখনো ভাত অন্যকে তুলে খাওয়াতে হয়(!) নারে ভাই এটা ভুল ১৫/১৬ বছরের বালককে ফিটার খাওয়াতে হয়! আপনারা এটা বললেও আমাদেরকে বিশ্বাস করতে হবে?পলাতক ফ্যাসিস্টের সময় দুধের শিশুকেও জেলে যেতে হয়েছে।১০১৯ সালে চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগারে শিশু ইয়াসিনসহ ৫ বছরের নিচে ৬১ জন শিশু কোন অপরাধ না করেও কারাবন্দী ছিলো।তথাকথিত সুশীল (!)রা সেদিন কি লোহার চশমা পড়েছিলেন? ২০১৩ সালে খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসি ডাকে তখন সদ্য এস এস সি পাশ করা একটি ছেলে যে তখনো রাজনীতি কি বুঝেই নাই কিন্তু গ্রেপ্তার হয়ে তিন বিনা অপরাধে কাশিমপুর কারাগারে ছিলো।গোপালগঞ্জের পুলিশ যে বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় স্কুল নাকি মাদ্রাসা বলতে পারে না সে আবার আমার গলায় ভার্সিটি আইডি কার্ড ঝুলানো থাকা অবস্থায় নামের শেষে #ফারুকী উপাধী দেখে বিএনপি জামাত বলে হ্যান্ডকাফ পড়িয়ে ৩ ঘন্টা গাড়িতে বসিয়ে রাখেন সাথে জোহরের নামাজ কাযা করে দেন। ভুট্টার ছাতুকে গান পাউডার আখ্যা দিয়ে গ্রেফতারের অপচেষ্টা। অশীতিপর বৃদ্ধকেও ডান্ডা বেড়ি পড়ানোসহ অসংখ্য জুলুমের কারিগর ছিল পতিত সরকারের চামচা চামুণ্ডাবৃন্ধ। সেদিন আপনারা কোথায় ছিলেন? নাকি চান্দের দেশে গিয়েছিলেন? আজকে যখন বলছেন জয় বাংলা বলার কারনে অমুককে গ্রেপ্তার করে ভারি অন্যায় করেছে! কিন্তু নারায়ে তাকবির বলার কারনে অগনিত ছাত্র জনতা শিশু থেকে বৃদ্ধ কেউ গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পায় নাই।কোথায় ছিলো তোমাদের মানবতা!রানা প্লাজা শিবিরের ছেলেরা ধাক্কা দিয়ে ফেলে দিলো, ৫ই মে শাপলা চত্বরে অগনিত আলেম মেরে বললো আলেমরা রং মেখে শুয়ে ছিলো বলেছে, পিলখানা ট্রাজেডি, বিচারের নামে অবিচার করে জামায়াত নেতা,বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হলো। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে রাস্তায় ফেলে বিবস্ত্র করে পেটানো হলো।ফ্যাসিস্টের অপরাধ নামা লিখতে গেলে কয়েক হাজার পৃষ্টা লাগবে।জুলাই বিপ্লবের ইতিহাস নাইবা বললাম।ওরে সুশীল! তোমরা মনে করেছো জুলাই বিপ্লবের ঐক্য নষ্ট হয়ে গেছে! ভুল ভাবছো। রাজনৈতিক কারনে একে অন্যের মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে এখনো ঐক্য ছিলো আছে থাকবে ইনশাআল্লাহ। এই সোনার বাংলায় কোন ফ্যাসিষ্টের ঠাই নাই।দেশে এখনো অনেক অরাজকতা আছে, দুর্নীতি আছি, অন্যায় অবিচারও আছে,পুর্বের তুলনায় অনেক কমেছে।আশা করি আরো কমবে।সর্বপরি আগের চেয়ে ভাল আছি আলহামদুলিল্লাহ। তবে তারা ভাল নেই যাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজি করতে পারতেছে না,আরো নানাবিদ ইনকামের সোর্স বন্ধ হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত