
এম.এ.ফারুকীঃ সুদীর্ঘ ১৭বছর পর রৌমারীর প্রাণ কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদ পুনর্মিলনী উপলক্ষে বিশাল আয়োজন করেছে।সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় আসন কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) এর মনোনীত প্রার্থী জনাব আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রৌমারী থানা শাখার সম্মানিত আমীর জনাব মোঃ হায়দার আলীসহ রৌমারী থানার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলসহ হাজারো নেতা কর্মী।আজ ২রা এপ্রিল ২০২৫ইং রোজ ৯.০০ঘটিকা থেকে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।তারপর বিভিন্ন শিল্পীরা ইসলামী সংগীতের মাধ্যমে নেতাকর্মীদের মনকে প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনেন।সকল স্তরের দায়িত্বশীলরা তাদের অতীত স্মৃতি উপস্থাপন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের কৌশল জানিয়ে বক্তব্য পেশ করেন।অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে ভাবে ১২.৩০ ঘটিকার দিকে শেষ হয়।