বিজয় মানে – দৈনিক নতুন কলম

বিজয় মানে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩, ২০২৫

  বিজয় মানে
মোহাম্মদ মাহমুদুল্লাহ

বিজয় মানে ভোরের আকাশ
     নতুন আশার আলো
বিজয় মানে আধার শেষে
  ঘুচলো সকল কালো।

বিজয় মানে স্বাধীন দেশে
    কাধ মিলিয়ে চলা
বিজয় মানে মায়ের ভাষা
    বাংলায় কথা বলা।

বিজয় মানে লাল সবুজে
    বাংলা মায়ের ছবি
বিজয় মানে রাত পেরিয়ে
   ভোরের ওঠা রবি।

বিজয় মানে মুখে হাসি
   খুশিতে ভরা বুক
বিজয় মানে দুঃখ ভুলে
  স্বাধীন হওয়ার সুখ।।