
নিজস্ব প্রতিবেদক(নতুন):- চলে গেল মুসলমানদের বৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আবার আজ চলছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান।প্রায় ৪০০ বছর ধরে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্যস্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা।স্নান উপলক্ষে চিলমারীতে ব্রহ্মপুত্রের তীরে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে পুণ্যার্থীরা অবস্থান করে। স্থানীয় প্রশাসন ব্রহ্মপুত্রের রমনা ঘাটের উত্তর দিক থেকে শুরু করে রাজারভিটা হয়ে রুকুনুদৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত অষ্টমীর স্নান ঘাট হিসেবে নির্ধারণ করেছে।অষ্টমীর স্নান উপলক্ষে ঘাট এলাকায় মেলা বসে।এছাড়াও এলাকার বিভিন্ন স্থানে বসেছে অষ্টমীর মেলা।যদিও সেখানে সনাতনী লোকের চয়ে মুসলমানরাই বেশি।এই সুবাদে চর শৌলমারী, শৌলমারী, কাঠালবাড়ি, বাগেরহাট, চুলিয়ার চরসহ বিভিন্ন যায়গায় চলছে রমরমা জুয়ার আসর।স্থানীয়দের দাবি প্রশাসনের নাকের ডগায়ই চলছে এসব।কিন্তু দেখার কেউ নেই। স্থানীয়রা বলেন দ্রুত এদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে আমাদের ছেলে মেয়ে জুয়ার ভয়াল থাবায় ধ্বংস হয়ে যাবে।তাই উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি দ্রুত মাদক ও এই জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে স্বমূলে উৎখাত করতে হবে এদের।