
সাহের আলী(রৌমারী কুড়িগ্রাম)প্রতিনিধিঃ-
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সার্বিক দিক নির্দেশনায় অদ্যতারিখ ও সময়ঃ ০২:৪৫ ঘটিকায় ০৫/০৪/২৫ইং ইজলামারী বিওপি’র টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন সীমান্ত পিলার ১০৬৬/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারবান্দা নামক
স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয়
অফিসার চয়েজ মদ ১৮০ এম এল ৭১ বোতল তার মূল্য ১০৬৫০০ টাকা।
এবং ম্যাগডুয়েলস মদ ২৪ বোতল এর মূল্য ৩৬০০০ টাকা মোট=১৪২৫০০ টাকা।
ইজলামারী বিওপি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)