সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম রৌমারীতে অষ্টমী মেলা থেকে জুয়া খেলার অপরাধে আটক। মোঃ একরামুল হক( ৪১) নামের ১ জুয়ারুকে আটক করেছে পুলিশ। ওই জুয়ারুকে তিন দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার এই আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত জুয়ারী মোঃ একরামুল হক রৌমারী উপজেলার ২ নং শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত মােঃ বক্করের ছেলে।গত শনিবার আনুমানিক দুপুর ২:৩০ মিনিটে দিকে তাকে জুয়ার আসর থেকে আটক করে পুলিশ। ওই অস্টমী মেলার আয়োজক কমেটির কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার এড়িয়ার বাহিরে খেলছে আমি কিছু জানিনা।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, মোঃ একরামুল হক নামের এক জুয়া কারবারি কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।