উপজেলা প্রতিনিধি(রৌমারী,কুড়িগ্রাম): নিখোঁজের ২৪ দিন পর পাওয়া গেলো হালিম (পাগলা)র লাশ।
নামঃ আব্দুল হালিম ,
পিতার নামঃ মৃত ফুলচান মিয়া,
মাতার নামঃ মোছাঃ হালিমা খাতুন,
বয়স প্রায় ৪০ বছর ,
তার বাড়ি চর বোয়ালমারী, রৌমারী, কুড়িগ্রাম। সে মাঝে মাঝেই মানুষিক ভারসাম্য হাড়িয়ে ফেলে। তবে সর্বশেষ ভাল হয়ে ঢাকা রিক্সা চালানোর জন্য যায়।
সে :১৫/৩/২০২৫. ইং, রোজ শনিবার ঢাকা দোহারে গেরেজ থেকে তার নিজের গাড়ি নিয়ে বাহির হওয়ার পর সে আর গ্যারেজে ফেরেনি।
আজ ৮/৪/২০২৫ইং রোজ মঙ্গলবার দুপুরের দিকে রৌমারী থানা থেকে জানানো হয় সাভার এলাকা থেকে উক্ত ব্যাক্তির লাশ পাওয়া গেছে। রৌমারী থানা থেকে জানানো হয়েছে লাশ এখন সাভার থানা হেফাজতে আছে।
লাশ আনার জন্য তার পরিবারের লোক সাভারের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে তার মৃত্যুর কারন সম্পর্কে থানা থেকে নির্দিষ্ট কোন কিছু বলা হয় নাই।
নিখোঁজের ২৪ দিন পর পাওয়া গেলো হালিম (পাগলা)র লাশ।
Previous Articleরাজনীতির ময়নাতদন্ত
Next Article রক্তে ঝরা ফিলিস্তিন।
Related Posts
© ২০২৫ | নতুন কলম