শিরোনামঃ রক্তে ঝরা ফিলিস্তিন।
মোঃ কফিল উদ্দিন।
ফিলিস্তিনের দুঃখে যদি,
না কাঁদে তোমার মন।
কাফের তুমি মুশরিক তুমি,
মুসলমানের দুশমন।
কোরমা পোলাও খাচ্ছো
তুমি খাচ্ছো বিরিয়ানি,
চেয়ে দেখো তুমি বিপন্ন
মানুষ খাবার পায়না পানি।
তুমি যখন ঘুমাও রাতে,
শুয়ে আলিশান খাটে।
আমার ভাইয়ের দিন কাটছে
সেথা পাথর বেধে পেটে।
বুকের কতো তাজা রক্ত
ঢেলেছে সেথায় তারা,
আফসোস করে আমরা
সবাই দায় হয়েছি সারা।
ভাবছো বসে আছি আরামে
খাচ্ছি রুটি কলা,
আর কিছুক্ষণ অপেক্ষা
করো ডুববে তোমার বেলা।
প্রসব ব্যাথায় কাতরাচ্ছে মা
দিয়ে মাটিতে হামা গুড়ি,
খোদার আরশ কেঁপে উঠছে
শুনে তাঁর আহাজারি।
জাগো মুসলিম জাতি এক হও
আজি হয়ে শান্তির দূৎ,
বিশ্ব দরবারে মাথা তুলে দাড়াও
তোমারী হবে জিত।