নিজস্ব প্রতিবেদক(রৌমারী, কুড়িগ্রাম):- কপাল খুলে গেলো শৌলমারীবাসীর।কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা শৌলমারী সবুজ পাড়া গ্রামবাসীর দীর্ঘ দিনের আশা ছিলো তাদের চলাচলের জন্য একটি ব্রিজ থাকবে।সে স্বপ্ন বাস্তবায়নের কাজও শুরু হয়েছিলো।কিন্তু সেটা ছিলো জনগনের আবেগকে কাজে লাগিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করে অন্যের জমি দখলের মাধ্যমে। জানা যায় সবুজ পাড়া এমপির চাতালের পাশের খালে গত পতিত সরকারের আমলে একটি ব্রিজ নির্মানের কাজ শুরু হয়। কিন্তু ব্রিজটি সরকারি যায়গা না করে ঠিকাদারি কোম্পানী রৌমারী জেনারেল হাসপাতালের চেয়ারম্যান জনাব মাহবুব আলমের পৈতৃক সম্পতিতে নির্মান কাজ শুরু করেন। জমি অধিগ্রহণ করার নিয়ম থাকলেও তা করা হয়নি। তদুপরি চলমান কোন রাস্তায় ব্রিজ নির্মাণ করতে হলে বিকল্প রাস্তা তৈরী করতে হয়।কিন্তু ঠিকাদার কোম্পানি বিকল্প রাস্তার বাজেট পেলেও বাঁশের শাকো নির্মাণে কোন সহযোগিতা করেন নি। সেহেতু উচ্চ আদালতের রীটের কারনে দীর্ঘ দিন ধরে ব্রিজটির কাজ বন্ধ ছিলো। সেটার কাজ আবার নিজস্ব প্রচেষ্টায় চালু করে দিলেন জনাব মোঃ মাহবুব আলম, চেয়ারম্যান রৌমারী জেনারেল হাসপাতাল। এই ব্রিজটি চালু হলে শৌলমারী, বেহুলার চর,মোল্লার চর,গয়টা পাড়ার লোকজনসহ হাজার হাজার মানুষের ভাগ্যের চাকা ঘুরে যাবে। আজ ১০এপ্রিল সকাল ১০ঘটিকার সময় তিনি উপস্থিত থেকে ব্রিজের কাজ শুরু করে দেন। সে সময় উপস্থিত ছিলেন সংসদীয় আসন ২৮ কুড়িগ্রাম-৪ ( রৌমারী-রাজিবপুর-চিলমারী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী - জননেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, রৌমারী উপজেলা আমির জনাব মোঃ হায়দার আলী স্যার, ও জামায়তে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত