বর্ষা এবং তুমি **
মো: রেজাউল করিম
সাবেক ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
অধ্যক্ষ, ভারটেক্স মডেল স্কুল এন্ড কলেজ,রৌমারী, কুড়িগ্রাম।
বর্ষার কোমল ছোঁয়ায় ভিজে যায়,
বিরহী প্রকৃতির ক্ষরারতো শরীর।
বন্ধা দেহে আসে অন্তঃসত্তার পূর্বাভাস,
ফলবতী হওয়ায় ,ঋতুবতী হয় মৃত্তিকা জঠর।
আর প্রভুর ভালোবাসার মায়াবী ছোঁয়ায়, আমারও নিষ্প্রাণ দেহে আসে বেঁচে থাকার অভিলাষ।
অসার আমার চৈতন্য আসে অনুমনে।
বর্ষা বাঁচিয়ে রাখে রুগ্ন প্রকৃতি,
আর তুমি প্রভু বাঁচিয়ে রাখো আমাকে।