নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ১৭টি বছর ধরে শাসকের আসনে আদিষ্ট হয়ে শোষণ করে আসতেছিলো। চেপে ধরেছিলো গণমাধ্যমের টুটি।সাধারন মানুষের মুখের ভাষাটুকু কেড়ে নিয়েছিলো।নিজ ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিরোধী গোষ্ঠীর উপর চালাইছেন নির্যাতনের স্ট্রিম রোলার। আইনের দোহাই দিয়ে অবাধে পুলিশি হত্যা চালিয়েছে। জামাত শিবির বা বিএনপি জামাত তোকমা দিয়ে অসংখ্য গুম খুনের হুকুম দাতা যিনি।২০২৪ সালে জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনে ৩৬ জুলাই(৫ই আগষ্ট) ফ্যাসিস্ট শক্তি স্বদল বলে পালিয়েছেন। অবশ্য রেখে গেছেন সাঙ্গ পাঙ্গের দল।
প্রতি বছরের ন্যায় এবছর পালিত হচ্ছে বৈশাখী মেলা আনন্দ শোভা যাত্র। প্রতিবছর নাম থাকে মঙ্গল শোভাযাত্রা।প্রতি বছর মঙ্গলশোভাযাত্রা হরেকরকম মুর্তি।কিন্তু এবারের আনন্দ শোভাযাত্রায় ভিন্ন কিছু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্ররা আনন্দ শোভাযাত্রার জন্য বিভিন্ন মোটিভ তৈরী করেছেন।পালকি,ইলিশ, পানির বোতলে লেখা পানি লাগবে পানি? ৩৬শে জুলাই খচিত মোটিভ, রয়েল বেঙ্গল টাইগার। সেই সাথে ফ্যাসিস্টের মুখাবয়বের মোটিভ যা জনমনে তুলেছে নানান উদ্দীপনা। দর্শনার্থী এক যুবককে কেমন লাগছে প্রশ্ন করা হলে তিনি বলেন “শুনেছি আপা ভয়ংকর রুপে ফিরে আসবে। কিন্তু এতোটা ভয়ংকর রুপে আসবে জানতাম না।”
প্রতিকৃতি তৈরির অন্যতম শিল্পী ভাস্কর্য মাহমুদুল হাসান বলেন, আমাদের এবারের নববর্ষের প্রতিপাদ্য বিষয় ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।
দৈত্যাকৃতির প্রতিকৃতির পরিকল্পনা কীভাবে এসেছে জানতে চাইলে চারুকলা অনুষদের ডিন ড. আজহারুল ইসলাম বলেন, নববর্ষ উদযাপন কমিটি, অনুষদের বর্তমান-সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা সম্মিলিতভাবে এমন একটি প্রতিকৃতি প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছেন।