স্বেচ্ছা শ্রমে মসজিদের রাস্তা পাকা করনের কাজ হচ্ছে – দৈনিক নতুন কলম

স্বেচ্ছা শ্রমে মসজিদের রাস্তা পাকা করনের কাজ হচ্ছে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৫
oplus_0

oplus_0

নিজস্ব প্রতিবেদক(রৌমারী, কুড়িগ্রাম)— কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরবোয়াল মারী গ্রাম। সীমান্তবর্তী সবুজ শ্যামল একটি গ্রাম।যেখানে মানুষ চেষ্টা করে একসাথে মিলেমিশে বসবাস করার। উক্ত উপজেলার চরের গ্রাম ব্রীজ হতে চরবোয়ালমারী মধ্য পাড়া কুমের কান্দা পর্যন্ত দুই কিলোমিটার পর্যন্ত রাস্তা পাকা করণের কাজ চলমান।রাস্তা পাকা করনের জন্য রাস্তা উচু হওয়ায় চর বোয়ালমারী মধ্য পাড়া জামে মসজিদে প্রবেশের রাস্তাটি সামান্য বৃষ্টিতে পানি জমে কাঁদা হয়ে যায়। ফলে মুসুল্লিদের যাতায়াতে কষ্ট হয়ে যায়।ফলে সেখানে এক দল যুবক বৃদ্ধের দল কাজে নেমে পড়ে। কেউ মাথায় করে মাটি এনে দিচ্ছে আবার কেউ ইট ভাংছে। এভাবেই এগিয়ে যাচ্ছে কাজ।কাজ কখন শেষ হবে বললে তারা বলেন- বিকাল অবদি পাকা করণের কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।

oplus_0