নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামে চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে ভারতের তৈরি ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রুপার গয়না উদ্ধার করেছে।
১৮ এপ্রিল (শুক্রবার) রাতে গয়নাগুলো উদ্ধার করা হয়। জব্দ করা গয়নার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান রুপা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার আবুল বাশারের নেতৃত্বে একটি সশস্ত্র টহল দল সীমান্তের মেইন পিলার ৯৩ এর নিকটবর্তী মুন্সিপুর সরদার পাড়ায় অবস্থান নেয়। এসময় একজন চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।কিন্তু টহল দলের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করে এবং সাথে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়।
বিজিবির টহল দল ব্যাগটি জব্দ করে তল্লাশির পর স্কচটেপ দিয়ে মোড়ানো ২১টি প্যাকেট উদ্ধার করে। সেখানে ১২ কেজি ২০০ গ্রাম ওজনের ভারতে তৈরি রুপার গয়না পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত