নিজস্ব প্রতিবেদক (রৌমারী, কুড়িগ্রাম) :-
কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ে ৮ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ৪০দিন ব্যাপী নামাজ পড়ার ক্যাম্পেইন শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ মাহবুবুল আলম ফারুকী শিক্ষার্থীদের মাঝে ৪০দিন ব্যাপী বিনা কাজায় নামাজ আদায়ের ক্যাম্পেইন চালু করেন।ক্যাম্পেইন শেষে ২৩মে এপ্রিল বুধবার প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।বিজয়ী শিক্ষার্থী নাম হলো মোছাঃ মায়ারানী (৮ম শ্রেণী), মোছাঃ সুমাইয়া আক্তার নারগিস (৮ম শ্রণী)। তাদেরকে পুরস্কার তুলে দেন কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাইদুল ইসলাম খান।
ক্যাম্পেইন সম্পর্কে আয়োজক মাহবুবুল আলম ফারুকী নতুন কলমকে বলেন – মুসলমান হিসাবে প্রত্যেকের উপর নামাজ কায়েম করা ফরজ।আর একজন আমি একজন ধর্মীয় শিক্ষক হিসাবে আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে নামাজে উৎসাহী করার জন্য এম একটি আয়োজন করেছিলাম।আবারো মে মাসে এক তারিখ থেকে এমন ক্যাম্পেইন চালু করেছি।
প্রধান শিক্ষক জনাব মোঃ জাইদুল ইসলাম খান বলেন আমাদের ধর্মীয় শিক্ষকের এমন একটি আয়োজনকে সাদুবাদ জানাই। সেই সাথে আগামীতেও যেন এমন কার্যক্রম অব্যাহত থাকে এবং স্কুল থেকেও এমন কাজে সহোযোগিতা করা হবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য কাজাইকাটা উচ্চ বিদ্যালয়টি কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন চর শৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রামে।স্কুলটি ২০১২সালে স্থাপিত হয়ে ২০২২ সালে এমপিওভুক্ত হয়।২০২৩সালে সর্বপ্রথম স্কুল থেকে এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে পাশের হারে দ্বিতীয় স্থানে থাকে।সরেজমিনে দেখা গেছে আধা ভাঙ্গা দুটো টিনসেট ঘরে শ্রেণি কার্যক্রম চলছে।প্রত্যেকটা শিক্ষককে দেখাগেছে ছাত্রদের প্রতি বেশ আন্তরিক। ছাত্র শিক্ষকদের একটাই দাবি দ্রুত যেন সরকার একটা ভবনের ব্যাবস্থা করে দেন।
“Great coverage on sports and world events! I always check this site for updates. The articles are well-written and informative. It’s a reliable source for everything happening around us. How often do they post new stories?”