নিজস্ব প্রতিবেদক(চুয়াডাঙ্গা, দামুড়হুদা):- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার একটি কলেজের প্রভাষক সাজিদ হাসানের বিরুদ্ধে প্রেমের প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রী দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করেন।
মামলার এজাহারে উল্লিখিত হয়, অভিযুক্ত শিক্ষক বিয়ের প্রতিশ্রুতি প্রদানপূর্বক দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করেন। এতে ছাত্রীটি ‘ধারাবাহিক ধর্ষণ’-এর শিকার হন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক সাজিদ হাসান শিক্ষাকতার পাশাপাশি শহরের এক ভাড়া বাসায় প্রাইভেট পাঠদান করাতেন। ২০২০ সালে নবম শ্রেণিতে অধ্যয়নকালে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে ছাত্রীটি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে নিয়োজিত। এই সময়ের মধ্যে বারংবার বিয়ের আশ্বাসে শিক্ষকের দ্বারা তিনি ধর্ষণের শিকার হন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে শিক্ষক নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
প্রাপ্ত তথ্যমতে, অভিযুক্ত শিক্ষক বিবাহিত এবং তার দুই কন্যাসন্তান রয়েছে। তিনি কখনো দামুড়হুদা, কখনো দর্শনায় পরিবারসহ বসবাস করে থাকেন।
মামলার খবর প্রকাশ্যে আসার পর অভিযুক্ত শিক্ষক আত্মগোপন করেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
অভিযুক্তের কর্মস্থলের অধ্যক্ষ জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রকে অবহিত করা হয়েছে। ইউএনও জানান, ঘটনাটির গুরুত্ব বিবেচনায় জরুরি সভা আহ্বান করা হয়েছে এবং বিধিসম্মত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর বলেন, মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত