চারটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে – দৈনিক নতুন কলম

চারটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৮, ২০২৫

কুড়িগ্রাম থেকে:
আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারের তালিকা দীর্ঘ হলো আরও। রৌমারী থানায় দায়ের করা চারটি মামলায় তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাঁকে। আদালত চার মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়ে তাঁকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রৌমারী থানা সূত্র জানিয়েছে, সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে দুটি চাঁদাবাজি, একটি হামলা এবং একটি এনজিআর (জিডির সূত্র ধরে করা) মামলা রয়েছে। সবকটি মামলা আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের করা হয়েছে।

আইনজীবী খাদিমুল হাসান জানান, মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সময়মতো জানানো হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ অক্টোবর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মোহাম্মদপুর থানায়ও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এরপর থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। গত ২৫ এপ্রিল তাঁকে কেরানীগঞ্জ থেকে কুড়িগ্রাম জেলা কারাগারে আনা হয়। কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ.জি. মামুদ জানান, ডিভিশন ওয়ার্ডের অভাবে তাঁর স্থানান্তর বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

সাবেক এই প্রতিমন্ত্রীর ভবিষ্যৎ এখন অনেকটাই বিচারিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।