ধান কাটতে গিয়ে, মাঠে কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন মানুষ
নিজস্ব প্রতিবেদক
দেশের সাতটি জেলায় বজ্রপাতে ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও গৃহিণী রয়েছেন। এ ছাড়া কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
কুমিল্লায় চারজনের মৃত্যু
কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ চারজন মারা গেছেন। বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে বড়হরিপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্র বজ্রপাতে প্রাণ হারায়। একইদিন মুরাদনগর উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামে ধান কাটার সময় নিখিল দেবনাথ (৬৪) ও জুয়েল ভুঁইয়া (৩০) বজ্রপাতের শিকার হন।
কিশোরগঞ্জে তিনজনের প্রাণহানি
কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মিঠামইনের রাণীগঞ্জ গ্রামের ফুলেছা বেগম (৬৫), অষ্টগ্রামের হালালপুর গ্রামের ইন্দ্রজিৎ দাস (৩৫) এবং খয়েরপুর গ্রামের স্বাধীন মিয়া (১৫)। হাওরে ধান কাটার সময় তারা বজ্রপাতের কবলে পড়েন।
নেত্রকোনায় মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থী নিহত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামে মাদরাসা শিক্ষক দিদারুল ইসলাম বজ্রপাতে মারা যান। একই জেলার মদন উপজেলার তিয়শ্রী গ্রামে ৯ বছরের ছাত্র আরাফাত মিয়াও বজ্রপাতে প্রাণ হারায়।
চাঁদপুরে কৃষাণী নিহত
চাঁদপুরের কচুয়া উপজেলার নাহারা গ্রামে খড় আনতে গিয়ে বজ্রপাতে মারা যান বিশাখা সরকার (৩৫)। বাড়ির পাশের জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৌলভীবাজারে চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শ্রীধরপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন মাখন রবি দাস (৪৮)। তিনি স্থানীয় একটি চা বাগানের শ্রমিক ছিলেন।
হবিগঞ্জে কৃষক নিহত, আহত তিন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান কৃষক দূর্বাসা দাশ (৩৫)। একই ঘটনায় তার ভাই ভূষণ দাশ ও বোন সুধন্য দাশ আহত হয়েছেন।
সুনামগঞ্জে কলেজছাত্রের মৃত্যু
সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের বুড়িগাঙ্গাল হাওরে কাজ করার সময় বজ্রপাতে মারা যান কলেজছাত্র রিমন তালুকদার। তিনি শাল্লা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের এ সময়ে বজ্রঝড় ও বজ্রপাতের প্রবণতা বাড়ে। বিশেষ করে হাওরাঞ্চলে খোলা মাঠে কাজ করা মানুষ বেশি ঝুঁকিতে থাকে। এ কারণে বিশেষজ্ঞরা ঝড়ের সময় খোলা জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।