কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
“জনগণের ভালোবাসা আমাদের প্রতি যেভাবে বাড়ছে, তা প্রমাণ করে যে আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশাই বিজয়ী হবে”— এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। মঙ্গলবার জামায়াতের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।
জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে মাওলানা হালিম বলেন, “আমরা একটি নতুন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। এদেশের মানুষ পরিবর্তন চায়—শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচারের পথে।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামী কখনো সাম্প্রদায়িক রাজনীতি করে না। এটা সম্প্রীতির, জনগণের, আদর্শের দল। জনগণ তাদেরকেই নির্বাচিত করবে, যারা বাস্তবিক অর্থেই জনগণের পাশে থাকে এবং দেশের জন্য কাজ করে।”
সমাবেশে উপস্থিত দায়িত্বশীলদের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধান অতিথি এবং কাজের গতি ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন। পাশাপাশি সাংগঠনিক কাজের ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার। এছাড়া উপস্থিত ছিলেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ২৬-কুড়িগ্রাম-২ এর অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, এবং ২৮-কুড়িগ্রাম-৪ এর জনাব মুস্তাফিজুর রহমান মোস্তাক।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, মাওলানা আব্দুল হামিদ, ছাত্রশিবিরের জেলা সভাপতি মুকুল হোসেনসহ জেলার চারটি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, উপজেলা আমীর ও সেক্রেটারিগণ এই সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশটি ছিল মূলত আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পর্যালোচনা ও প্রস্তুতি সভা। দায়িত্বশীলদের মধ্যে নির্বাচনকে ঘিরে নতুন উদ্যম ও আশাবাদের সঞ্চার হয় এই আয়োজনকে ঘিরে।