রাজিবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার – দৈনিক নতুন কলম

রাজিবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৫
সংগৃহীত

রাজিবপুর প্রতিনিধিঃ- কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাঠি ইউনিয়নের রোহিঙ্গা পাড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—রৌমারি উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্ধা (নামাপাড়া) এলাকার আব্দুল আজিজের ছেলে আনিছুর রহমান (৩৭) এবং চর লালকুড়া এলাকার মৃত আসমত আলীর ছেলে নুরুন্নবী (৩০)।

রাজিবপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।