রৌমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, রৌমারীর দুই শিক্ষার্থী এরিক ও নুর এবারের বিভাগীয় ইংরেজি কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।তারা রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
বলাবাহুল্য, তারা উভয়ে জেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করেছে। এরিক ও নুর দুজনই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, রৌমারীর সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে ক্লাবের মাধ্যমে তারা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে নিরলস পরিশ্রম করে আসছে। তাদের এই অর্জন ক্লাবের সাফল্যেও নতুন মাত্রা যোগ করেছে।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব রৌমারীর সম্মানিত প্রতিষ্ঠাতা ইএলসি- প্রিন্সিপাল এম আর ফেরদৌস ক্লাবের পক্ষ থেকে এরিক ও নুরকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। এম আর ফেরদৌস বলেন, “তাদের এই অসাধারণ অর্জন আমাদের জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, এরিক ও নুর ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এগিয়ে যাবে।”
শুধু ক্লাবই নয়, এরিক ও নুরের বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও এই সাফল্যে দারুণ খুশি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আমরা সব সময় উৎসাহ দিয়ে থাকি। এরিক ও নুরের এই অর্জন আমাদের জন্য আরো একটি অর্জন।”
এই প্রতিযোগিতা ছিল বিভাগীয় পর্যায়ের, যেখানে বিভিন্ন জেলার অসংখ্য মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখানে দ্বিতীয় স্থান অর্জন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতির জন্য সকলে শুভকামনা জানিয়েছেন। একইসঙ্গে তাদের পিতা-মাতা ও বিদ্যালয়ের শিক্ষকদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত