নতুন কলম ডেস্ক:
আজ ১লা মে, বিশ্ব শ্রমিক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন, যা পরবর্তীতে শ্রমিক অধিকার আন্দোলনের ইতিহাসে মাইলফলক হয়ে ওঠে।
দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকালে মিছিল, সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার দাবি তুলে ধরেন।
সরকারি ও বেসরকারি পর্যায়েও এ দিবসটি ঘিরে বিভিন্ন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। সংবাদ মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।
বিশ্ব শ্রমিক দিবসে সকল শ্রমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের উন্নয়নে তাদের অবদানকে স্মরণ করছে জাতি।