নতুন কলম ডেস্ক:
আজ ১লা মে, বিশ্ব শ্রমিক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন, যা পরবর্তীতে শ্রমিক অধিকার আন্দোলনের ইতিহাসে মাইলফলক হয়ে ওঠে।
দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকালে মিছিল, সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার দাবি তুলে ধরেন।
সরকারি ও বেসরকারি পর্যায়েও এ দিবসটি ঘিরে বিভিন্ন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। সংবাদ মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।
বিশ্ব শ্রমিক দিবসে সকল শ্রমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের উন্নয়নে তাদের অবদানকে স্মরণ করছে জাতি।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত