নতুন কলম ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় একটি বর্ণাঢ্য মিছিল বের হয়।
মিছিলটি রৌমারী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন পেশার শ্রমিকেরা অংশগ্রহণ করেন এবং তারা শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষার দাবিতে স্লোগান দেন।
মিছিল শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রৌমারী থানা শাখার আমীর জনাব মোঃ হায়দার আলী।
এছাড়া বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৪ (রৌমারী, চিলমারী ও রাজিবপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিনি বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আমাদের সকলের সচেতন হওয়া জরুরি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রৌমারী থানা শাখার সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান মনির। তিনি শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা প্রদান, বিনা কারণে শ্রমিক ছাঁটাই না করার দাবিসহ বেশ কিছু দাবির কথা তুলে ধরেন।
বক্তব্য শেষে আলোচনা সভা ও মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।