জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও ঔষধ উদ্ধার করেছে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সদস্যরা।
বুধবার (১ মে) ভোররাতে সীমান্তবর্তী তিনটি ভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানপণ্য জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি।
বিজিবির পাঠানো তথ্য অনুযায়ী,
রাত আনুমানিক ১টা ১০ মিনিটে ইজলামারী বিওপি’র সদস্যরা রৌমারী উপজেলার চর বারবান্দা নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১৪২ বোতল এবং বিয়ার ১৯ বোতল উদ্ধার করে।
একই সময়ে সাহেবের আলগা বিওপি’র অভিযানে, ইটালুকান্দা এলাকা থেকে জব্দ করা হয় ১,৯৮০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট।
অপরদিকে, সকাল আনুমানিক ৬টায় খেয়ারচর বিওপি’র সদস্যরা আলগারচর এলাকা থেকে ভারতীয় উৎপাদিত উচ্চরক্তচাপের ঔষধ ‘Amlodipine Tablets IP 2.5 mg’ এর ৯০০ পিস উদ্ধার করে।
সব পণ্যই সীমান্তের কাছাকাছি বাংলাদেশ ভূখণ্ডে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকৃত মাদক ও ঔষধ রৌমারী থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৩৫ বিজিবি জানায়, বিজিবি মহাপরিচালকের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান রোধে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে তারা।
যোগাযোগ:
সহকারী পরিচালক
ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)