দেওয়ানগঞ্জ
প্রতিনিধি:
দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচরে এক সফল চোরাচালান বিরোধী অভিযানে প্রায় এক কোটি ৬৫ লাখ টাকা মূল্যের হরিণের কস্তুরী ও অন্যান্য চোরাচালানি মালামালসহ একজন আসামিকে আটক করেছে জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবি।
সোমবার (৫ মে ২০২৫) সকাল ৯টা ৫ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে বাঘারচর বিওপির একটি টহলদল। অভিযান চালানো হয় সীমান্ত পিলার ১০৭৪/৯-টি থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মাখনেরচর এলাকায়।
অভিযানে ২৫৪ গ্রাম ওজনের ভারতীয় হরিণের কস্তুরী ৬ পিস, ৮টি প্রসাধনী সামগ্রী, ২৮টি বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ, একটি মোবাইল ফোন, একটি চার্জার, একটি সিম কার্ড, একটি পাওয়ার ব্যাংক এবং একটি হেডফোন জব্দ করা হয়।
এ সময় মোঃ আব্দুল মতিন (৩৫), পিতা মোঃ আবুল কাশেম, গ্রাম রমনা নতুন ব্যাপারীপাড়া, থানা চিলমারী, জেলা কুড়িগ্রাম—নামক একজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ১০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। আটককৃত আসামি ও চোরাচালানী পণ্যসমূহ দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, পিএসসি-এর নেতৃত্বে এবং বিজিবি মহাপরিচালকের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবির এক কর্মকর্তা বলেন, “সীমান্তে মাদক ও সকল প্রকার চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছি। ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে।”
যোগাযোগ:
সহকারী পরিচালক
ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)