রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি, ৭ মে:-
কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ প্রায় ৩০ জন রোহিঙ্গা সন্দেহভাজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তের ১০৬৫ নম্বর পিলারের গেট খুলে দিয়ে রাতের আঁধারে এইসব ব্যক্তিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। পরে তারা এলোমেলোভাবে রৌমারী বাজার এলাকায় ঘোরাফেরা করতে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে খবর দেয়।
খবর পেয়ে রৌমারী সদর বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে নিজস্ব ক্যাম্পে নিয়ে যায়। আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে রোহিঙ্গা হিসেবে সন্দেহ করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।