কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চেংটা পাড়া গ্রামে নির্মাণাধীন একটি নতুন ব্রিজে বালির পরিবর্তে মাটি দিয়ে ঢালাইয়ের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর পুরাতন ব্রিজটির পাশে নতুন ব্রিজ নির্মাণের কাজ সম্প্রতি শুরু হয়। তবে কাজ শুরুর পরই নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি সামনে আসে। বালির পরিবর্তে মাটি দিয়ে ঢালাইয়ের ঘটনা স্থানীয়দের নজরে এলে তারা সরেজমিনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।
চেংটা পাড়া গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, “বালি ছাড়া মাটি দিয়ে ঢালাই করায় ব্রিজের স্থায়িত্ব নিয়ে আমরা শঙ্কিত। এই ব্রিজ আমাদের চলাচলের প্রধান মাধ্যম হবে। যদি এখনই সঠিকভাবে কাজ না হয়, তবে অল্প দিনের মধ্যেই এটি নষ্ট হয়ে যাবে।”
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, এরকম অনিয়ম চলতে থাকলে শুধু টাকাই নয়, জনগণের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। তারা নির্মাণকাজের মান যাচাই ও নিয়মিত তদারকির দাবি জানান।
নির্মাণ কার্যটির ঠিকাদার মো. পলিন আহমেদের সঙ্গে একাধিক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে কোন কথা হয়েছে কিনা? প্রশ্ন করলে এলাকাবাসী জানিয়েছেন, তারা লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।