রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের মেসার্স এস এস ব্রিক্স সংলগ্ন জিন্জিরাম নদীর ওপর নির্মিত কাঠের পুলটি সম্প্রতি টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে। এতে করে চর লালকুডা, বকবান্দা, খেওয়ারচর, আলগারচর এবং পাহাড়তলী এলাকার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ব্যবহৃত কাঠের পুলটি সংস্কারের অভাবে দুর্বল হয়ে পড়েছিল। সম্প্রতি প্রবল বর্ষণের ফলে সেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, ফলে উক্ত এলাকাগুলোর সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, রোগী এবং জরুরি কাজের জন্য যাতায়াতকারীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
চরাঞ্চলের বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন, দ্রুত ভাঙা পুলটি পরিদর্শন করে স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।
এ বিষয়ে যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট প্রেরণ করা হয়েছে। দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য চেষ্টা চলছে।”
উল্লেখ্য, জিন্জিরাম নদী দ্বারা বেষ্টিত এইসব চরাঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান ভরসা ছিল এই কাঠের পুলটি। তাই দ্রুত স্থায়ী সমাধান না হলে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত