স্টাফ রিপোর্টার, মীরসরাই
মীরসরাইয়ে চোখের আলো ফেরাতে গ্রামীণ জনগণের জন্য মানবিক স্বাস্থ্যসেবার নতুন দ্বার খুলল। জালালাবাদ কমিউনিটি চক্ষু হাসপাতাল অ্যান্ড ফেকো সেন্টার মীরসরাই শাখার স্থায়ী ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি মীরসরাইয়ের আমান উদ্দিন ভূঁইয়া বাড়িতে ছোট পরিসরে বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠান। আজ সেই ধারাবাহিকতার অংশ হিসেবে ভবন নির্মাণের মাধ্যমে আরও সুসংগঠিত ও বিস্তৃত পরিসরে সেবা দেওয়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চক্ষু বিশেষজ্ঞ ডা. নুরুল ইসলাম ভূঁইয়া বলেন, "এই হাসপাতাল শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়—এটি ভালোবাসা, মানবতা ও দায়বদ্ধতার এক অনন্য প্রতীক। আমাদের লক্ষ্য, মীরসরাইয়ের প্রতিটি মানুষ যেন আধুনিক চক্ষু সেবা পান, সুলভ মূল্যে ও আন্তরিক পরিবেশে।"
স্থানীয় জনগণের ভালোবাসা, আস্থা ও সহযোগিতায় গড়ে ওঠা এই উদ্যোগ গ্রামীণ জনপদের মানুষের চোখে আলো ফিরিয়ে আনার এক বাস্তব প্রতিশ্রুতি। হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদী, ভবিষ্যতে আরও বিস্তৃত ও টেকসই সেবার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবে জালালাবাদ চক্ষু হাসপাতাল।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত