বিশেষ প্রতিনিধি, জামালপুর:
জামালপুর সদর উপজেলায় অনুষ্ঠিত হলো শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি। তিনি বলেন, “শিশুদের সুরক্ষা, শিক্ষা ও মানসিক বিকাশে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ গড়ে তুলতে হবে, যেন তারা তাদের অনুভূতি নির্ভয়ে প্রকাশ করতে পারে।”
সভায় শিশু নির্যাতন, বাল্যবিয়ে, মাদকাসক্তি, ঝরেপড়া, অপুষ্টি এবং নিরাপদ খাদ্যসহ শিশুদের বিকাশে বাধা সৃষ্টি করে এমন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশল নির্ধারণ ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নে বিভিন্ন দিক তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাক, অপরাজেয় বাংলাদেশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি সভায় অংশ নেন। শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত