শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী বিট এলাকায় বন্য হাতির আক্রমণে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন আজিজুর রহমান আকাশ (৪২) এবং এপিলিস সাংমা (৪৫)। মঙ্গলবার (২১ মে) রাতে দরবেশতলা ও বড়গজনী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান আকাশ উত্তর গান্ধিগাঁও এলাকার বাসিন্দা ও তিন সন্তানের জনক। তিনি স্থানীয় নকশী বাজার থেকে বাড়ি ফেরার পথে দরবেশতলায় বন্য হাতির দলের আক্রমণের শিকার হন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হাতির দল সরে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে এপিলিস সাংমা, যিনি বড়গজনী এলাকার বাসিন্দা এবং দুই সন্তানের জনক, তিনি বাকাকুড়া বাজার থেকে ফেরার সময় গজনী চৌরাস্তা মোড়ের কাছে বন্য হাতির কবলে পড়েন। হাতির দল তার দেহ ছিন্নভিন্ন করে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, থানার ওসি মো. আল আমিনসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। তাঁরা নিহতদের পরিবারকে সান্ত্বনা জানান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে একটি বন্য হাতির দল গজনী বিটের জঙ্গলে অবস্থান করছে এবং সন্ধ্যার পর খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। সোমবার রাতেও হাতিরা দুটি বন বাংলো, বেশ কয়েকটি ঘরবাড়ি, ধানের ক্ষেত, কলা বাগান ও একটি মন্দিরে হামলা চালিয়ে ক্ষতিসাধন করে।
এই ধরনের মানব-হাতি সংঘাত প্রতিরোধে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত