জোড়গাছ হাটের ইজারা ১ কোটি ৫০ লাখ টাকা, চরবাসীর শঙ্কা জুলুমের
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী উপজেলার অন্যতম বৃহৎ হাট জোড়গাছ হাটের ইজারা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকায় চূড়ান্ত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত টেন্ডারের মাধ্যমে কুড়িগ্রাম শহরের বাসিন্দা আবু রায়হান ফারুকী সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটটির ইজারা লাভ করেন।
জানা গেছে, প্রতি সপ্তাহে দুই দিন বসে এই হাট। চিলমারী ও আশপাশের চরাঞ্চলের হাজারো মানুষ এই হাটের উপর নির্ভরশীল। হাটে কৃষিপণ্য, গবাদিপশু, কাপড়চোপড়সহ নানা সামগ্রীর কেনাবেচা হয়।
তবে ইজারা মূল্য অতিরিক্ত হওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যে, খাজনা আদায়ের নামে হয়রানি ও জুলুম বাড়তে পারে। চরাঞ্চলের সাধারণ মানুষ দাবি করছেন, হাট ব্যবস্থাপনায় যেন স্বচ্ছতা বজায় থাকে এবং খাজনার নামে অতিরিক্ত অর্থ আদায় না করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তদারকির দাবি জানিয়েছেন হাট ব্যবহারকারীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত