স্টাফ রিপোর্টার, রৌমারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবককে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে রৌমারী বাজারের কম্পিউটার গলি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা এবং মমিনুল ইসলামের পুত্র।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফর রহমান দৈনিক নতুন কলমকে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন আবুল কালাম আজাদকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
তিনি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
এদিকে, পুলিশি এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। মাদক নির্মূলে এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত