কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন "ধরলা শিল্পীগোষ্ঠী"-এর আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘শিল্পী সমাবেশ ও মতবিনিময় সভা’।
গতকাল সংগঠনের নিজস্ব মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. মাহদীউজ্জামান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরলা শিল্পীগোষ্ঠী-র সাবেক পরিচালক আব্দুল্লাহ আল আমিন, যিনি সংগঠনের ইতিহাস ও ভূমিকা তুলে ধরেন।
সংগঠনের বর্তমান পরিচালক আ ন ম সেলিম-এর সঞ্চালনায় সভাটি সুন্দরভাবে সম্পন্ন হয়। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, লেখক ও সংগঠকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক জাগরণ ও তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত প্রদান করেন।
অনুষ্ঠান শেষে শিল্পীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং সংগীত ও আবৃত্তির পরিবেশনার মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানসূচি শেষ হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত